এক্কা দোক্কা সিরিয়াল দেখতে চাইলে প্রতিদিন আপনার ফোনের ব্রাউজার দিয়ে – vagiplan এক্কা দোক্কা সিরিয়াল আজকের পর্ব – লিখে গুগলে সার্চ দিবেন আর সাইটে ভিজিট করবেন প্রতিদিনের এপিসোড গুলো দেখতে পাইবেন।
এক্কা দোক্কা সিরিয়াল আজকের পর্ব দেখতে নিচে ক্লিক করুন
ভিডিও দেখতে অসুবিধা হলে পেজটি নিচে টেনে রিফ্রেস করুন
Watch Latest episode | Click here |
ফেসবুকে যুক্ত হোন | Join here |
আমাদের সাইট | vagiplan |
সিরিয়াল সম্পর্কে বিস্তারিত | এক্কা দোক্কা |
এক্কা দোক্কা সিরিয়াল আজকের পর্ব(নতুন/Latest) দেখতে এখানে ক্লিক করুন
https://vagiplan.com/category/ekka-dokka/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম এক্কাদোক্কা সিরিয়ালের ছোট্ট একটি আপডেট নিয়ে পরিবারের বিপক্ষে গিয়ে সৌম্যদীপ কে বিয়ে করতে রাজি নয় অঙ্কিতা।
আজকের পর্বে দেখা যাবে যে কুশল বাবুকে তাদের বাড়িতে নিয়ে আসে শফিককে দেখে অনেক খুশি হয়ে যায় এমনকি সৌম্যদীপ কে অনেক ধন্যবাদ জানাই সবাই সবাই বলে সৌম্যদীপ এজন্য তারা কেস টা হয়তোবা জিতবে তাদের পক্ষে আসবে এজন্য ধন্যবাদ বলে সৌম্যদীপ সৌম্যদীপ বলে তার একার পক্ষে এসব করা একদমই সম্ভব হতো না যদি তার পাশে না দাঁড়াত ওখানে জানাতেই হয় তাহলে সাথে সাথে রাধিকা কেউ জানাতে হবে কারণ রাধিকা অনেক সাহায্য করেছে একই সেই এদিকে অঙ্গীকার খুবই বলে আজকে সৌম্যদীপ এর কারণে অঙ্কিতা জীবনে একটা পরিবর্তন এসেছে অঙ্কিতা এখন যুদ্ধ করতে শিখে গেছে।

এরপর সুমতি বলে না তার জন্য নয় এরকম একটা পরিস্থিতির জন্য সে যুদ্ধ করতে শিখে গেছে এরপর সৌম্যদীপ বলেছে যে কথাটা বলতে এখানে এসেছে সেটা এখন বলতে চাই আমাদের সবার সামনে বলে সে অংক কাকে বিয়ে করতে চাই এবং এই প্রস্তাবটা দেওয়ার জন্য সেখানে এসেছেন এ কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় সবাই অনেক খুশি খুশি পাবো বলে এখানে অঙ্কিতাকে ডিসিশন নিতে কার অঙ্কিত সংসার করবে এরপর অঙ্কিতা সবার সামনে বলেছে প্রথমবার একটা ভুল করেছিল একটা ভুল ছেলের হাত ধরে ছিল কিন্তু সেটাতে পরিবারের সবাইকে অনেক খেসারত দিতে হয়েছে এ কারণে সে চায়না পরিবারে বিপক্ষে পরিবারের অমতে বিয়ে টা করতে তারা যদি না দেয় তাহলে তাকে বিয়ে টা করবে না সৌম্যদীপ কে সবাই বলে না সবার মত আছে বিয়েতে সবাই অনেক খুশি হয়ে যায় এরপর সৌম্যদীপ বলে সে আরো একটা কথা বলতে চাই এর আগে আরো একটা বিয়ে হয়েছিল এ কথা শুনে সবাই অনেক চমকে যায় ফলে আগে একটা বিয়ে হলেও সেখানে তার কোন দোষ ছিলনা.
তাকে ছেড়ে চলে গেছে এরপর কুশল বাবু রাধিকার কাছে আবারো ক্ষমা চাই রাধিকাকে বলে সেরকম একটা পরিস্থিতিতে তাকে বিশ্বাস করতে পারেনি তাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিয়েছে সে একটা অপরাধী ধোনের কথা বলে কুশল বাবু কোন দিকে গুগল এবং কোহিনুর পোখরাজ এর কাছে চাইবো পোখরাজ কে কে বলে তাদের সাথে এ রকম একটা ব্যবহার না করতে বলে আর কত প্রাণ সজনী রাধিকা দিকে অপমান করেছিল কিন্তু এখন তো সেজন্য তাহলে কেন এরকম একটা এরকম একটা ঘটনা ঘটাচ্ছে তাদের সাথে কথা বলে বলুক যাই বলুক ও তার বাড়িতে চলে যেতে বলে এবার ছেড়ে দিয়ে ঘটে চলেছে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন।