খেলনা বাড়ি সিরিয়াল দেখতে চাইলে প্রতিদিন আপনার ফোনের ব্রাউজার দিয়ে – vagiplan খেলনা বাড়ি নাটক – লিখে গুগলে সার্চ দিবেন আর সাইটে ভিজিট করবেন প্রতিদিনের এপিসোড গুলো দেখতে পাইবেন।
খেলনা বাড়ি নাটক দেখতে নিচে ক্লিক করুন
Watch today episode | Click here |
ফেসবুকে যুক্ত হোন | Join here |
আমাদের সাইট | vagiplan |
সিরিয়াল সম্পর্কে বিস্তারিত | খেলনা বাড়ি |

খেলনা বাড়ির ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে।
খেলনা বাড়ি ধারাবাহিকের এই পর্বে আমরা দেখবো রণ ও অনামিকা মিলে মিতুলকে একটি ঘরে বন্দি করে আগুন লাগিয়ে দেয়।
তখন মৃতুল হাতজোড় করে ভোলেবাবার কাছে প্রার্থনা করে বলে তুমি আমায় পথ দেখাও ভোলেবাবা, পথ দেখাও তুমি।
ঠিক এই সময় মৃতুলের ঘরের দরজাটা কেউ খুলে দিয়ে চলে যেতে থাকে।
মৃতুল তার পিছন থেকে দেখে। মিতুল ঘর থেকে বেড়িয়ে জিজ্ঞাসা করে কে তুমি আমায় বাঁচালে।
তারপর তাকে দেখে মিতুল অবাক হয়ে তাকিয়ে থাকে।