গুডি আজকের পর্ব

4.3/5 - (3 votes)

গুড্ডি সিরিয়াল দেখতে চাইলে প্রতিদিন আপনার ফোনের ব্রাউজার দিয়ে – vagiplan গুডি আজকের পর্ব – লিখে গুগলে সার্চ দিবেন আর সাইটে ভিজিট করবেন প্রতিদিনের এপিসোড গুলো দেখতে পাইবেন।

গুডি আজকের পর্ব দেখতে নিচে ক্লিক করুন

 

Watch today episode Click here
ফেসবুকে যুক্ত হোনJoin here
আমাদের সাইটvagiplan
সিরিয়াল সম্পর্কে বিস্তারিতগুড্ডি

 

ধারাবাহিকে নতুনপর্বে দেখা যায় গোপনে মার সাথে সত্যিটা বলতে গেলে শিরিনের সব কথা শুনে ফেলল অনুজ অন্যান্যবারের শিরিনের মায়ের মুখে কথার খই ফুটবে এবার কিন্তু তেমনটা হচ্ছে না যদিও কুদিকে অপমান করতে বিন্দুমাত্র ভাবনা ভাবছেন না তিনি তবে নিজের স্বামীর কথা শুনে কিছুটা নমনীয় তা দেখান তিনি এদিকে শিরিন কিন্তু ভয় পেয়ে গেছে অনেক আগেই জানিয়ে দিয়েছে শিরিনের সাথে থাকলে এরপর তাকে ও বাচ্চা নষ্ট করার অভিযোগে ফাসাতে পারে সেদিন আমার কথাটা অনুজ এমনভাবে প্রকাশ করেছে যেটা শুনে সেদিন বুঝতে পেরেছে অনুজ হয়তো ভেবে নিয়েছ আমি পেগনেট নই এবার তো মানুষ কেন কাউকেই বাচ্চা নষ্ট করার অভিযোগে ফাঁসাতে পারব না তাই যা কিছু করতে হবে মায়ের সাথে আলোচনা করেই করতে হবে তেমন ভাবনা তুই মায়ের সাথে কথা বলতে আড়ালে চলে যায় সেদিকে অনুসিদ্ধান্তে ওনার এই সুযোগে সে কেন হচ্ছে না করবে সেটা তোমার নাও হতে পারে হতে পারে এটাও তার আরেকটা নাটক তবে যা কিছু করবে ওর মায়ের সাথে আলোচনা করেই করবে.

গুডি আজকের পর্ব
গুডি আজকের পর্ব

এখনো যতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই বাড়িতে থাকবে ততক্ষণ ওর প্রতি নজর রাখতে হবে পরীক্ষার শক্তি শক্তি শিরিন তার মাকে এসব সত্যিটা বলেছে বলেছে সে তো গর্ভধারণ করলে এটা মিথ্যা মানুষকে পেতে এটা বলেছিল আর সেই জন্য তো গো দিকের পাছাতে এই নাটকটা করেছিলো সব শুনে মা বলে আমি সবকিছু ঠিক করে দেব তুই চিন্তা করিস না তখন আমি বলি তাহলে আপনাকে কিছুই করতে হবে না যা করার আমি করেছি তাহলে কি এবার মা ও মেয়ের সব কথা রেকর্ড করেছে অনুজ বন্ধুরা তোমাদের কি মনে হয় অথচ এবার বিনা বাধায় শিরিনকে বাড়ি থেকে বের করে দিতে পারবে এক্ষুনি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত.

Leave a comment

%d bloggers like this: