গুড্ডি আজকের পর্ব

4.4/5 - (7 votes)

গুড্ডি সিরিয়াল দেখতে চাইলে প্রতিদিন আপনার ফোনের ব্রাউজার দিয়ে – vagiplan গুড্ডি আজকের পর্ব – লিখে গুগলে সার্চ দিবেন আর সাইটে ভিজিট করবেন প্রতিদিনের এপিসোড গুলো দেখতে পাইবেন।

গুড্ডি আজকের পর্ব দেখতে নিচে ক্লিক করুন

ভডিও দেখতে অসুবিধা হলে পেজটি নিচে টেনে রিফ্রেস করুন।

Watch Latest episode Click here
ফেসবুকে যুক্ত হোনJoin here
আমাদের সাইটvagiplan
সিরিয়াল সম্পর্কে বিস্তারিতগুড্ডি

গুড্ডি লেটেস্ট পর্ব দেখতে এখানে ক্লিক করুন

https://vagiplan.com/category/guddi/

গুড্ডি আজকের পর্ব
গুড্ডি আজকের পর্ব

গুড্ডি ধারাবাহিকে নতুনপর্বে দেখা যায় গুটির গায়ে হাত তোলা এবার শিরীনকে গ্রেফতার করল অনন্ত তার মায়ের নিকট থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে গুটি বাড়ি থেকে বের হওয়ার সময় নেতাজির এগিয়ে দিতে আসতে চাইলেও সেটা হয়ে ওঠেনি মায়ের কারণে মানুষকে আটকে দিল অগত্যা আমি একাই বেরিয়ে পড়ে কি জানি কি মনে করে জেঠু কে ফোন করে আশীর্বাদ এর জন্য যেটুকু টিকে বলে জেঠু মনে কাছ থেকে দূর থেকে আসির্বাদ দেবী মা তুই ট্রেনিং এ যাওয়ার আগে একবার আসবি নাই বাড়িতে আমি কি এতটাই খারাপ হয়ে গেলাম তোর কাছে গুটি বলে তুমি এভাবে বললে আমি কিন্তু কষ্ট পাবো আর তুমি এভাবে বললে আমি কিন্তু ট্রেনিংয়ে যাব না যেটুকু নিয়ে তাহলে একবারে বাড়িতে আর কোনদিন তোকে আসতে বলবো না কিন্তু এদিকে চলে এসেছে বাড়িতে একা একা এসেছি শিরীন আর এই সেই সবাইকে অপমান করা শুরু করে দিয়েছে এমনকি অনেকে জব্দ করতে আইনের আশ্রয় নেবে বলেও ভয় দেখাল সিরিয়াল.খশি করতে পারো তুমি আমার একটাই কথা আমি তোমার সাথে থাকতে পারবো না কথাটা শুনেই শিরিন বলে তা কেনো পারবে তোমার তো গুডিয়া সেখানে যোগ দিয়ে একসাথে থাকবে ঠিক সেইসময় গুটিয়ে চলে এসেছে জেঠুর কাছ থেকে আশীর্বাদ নিতে এবং বিদায় নিতে আর গুষ্টিকে দেখি তেলেবেগুনে জ্বলে উঠে শিশিরের বাজে কথা বললে গুড্ডি ঠান্ডা মাথায় শিরিন কি বোঝাতে গেলে সবাইকে চমকে দিয়ে থাপ্পড় মারো শিরিন আর সেই দৃশ্য দেখে খেপে যায় অনুজ অনুজ মানে একটু আগেই তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছিলে এবার সেই আইনটি আমি তোমাকে কি করি সেটাই দেখবে তুমি ঠিক সেই সময় চলে এসেছে কিংশুক 13 তাহলে কি এবার গুটির গায়ে হাত তোলে কিন্তু স্যারের অনুমতি নিয়ে সেদিনকে গ্রেফতার করবে মানুষ নাকি কিংশুক স্যার নিজেই শিরীনকে গ্রেফতার করে শিরিনকে জেলে পাঠানোর ব্যবস্থা করবে বন্ধুরা তোমরা কোনটা চাও এক্ষুনি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত

Leave a comment

%d bloggers like this: