ঘুড্ডি সিরিয়াল আজকের পব

Rate this post

গুড্ডি সিরিয়াল দেখতে চাইলে প্রতিদিন আপনার ফোনের ব্রাউজার দিয়ে – vagiplan  ঘুড্ডি সিরিয়াল আজকের পব – লিখে গুগলে সার্চ দিবেন আর সাইটে ভিজিট করবেন প্রতিদিনের এপিসোড গুলো দেখতে পাইবেন।

ঘুড্ডি সিরিয়াল আজকের পব দেখতে নিচে ক্লিক করুন

ভিডিও দেখতে অসুবিধা হলে পেজটি নিচে টেনে রিফ্রেস করুন।

গুড্ডি লেটেস্ট পর্ব দেখতে এখানে ক্লিক করুন

https://vagiplan.com/category/guddi/

Watch Latest episode Click here
ফেসবুকে যুক্ত হোনJoin here
আমাদের সাইটvagiplan
সিরিয়াল সম্পর্কে বিস্তারিতগুড্ডি
ঘুড্ডি সিরিয়াল আজকের পব
ঘুড্ডি সিরিয়াল আজকের পব

গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় গুবলু কিডন্যাপ হয়েছে শুনে গুড্ডিকে ভুল বুঝিয়ে থাপ্পড় মারলো অনজ. গুবলুকে কোথাও না পেয়ে অনুজ ধারণা করলো গুড্ডুকে লুকিয়ে রেখেছে গুড্ডু নিজেই. কেননা গুবলুর সাথে গুড্ডিকে দেখা করতে দেওয়া হয় নি

আর গুড্ডি চেয়েছিল জানতে গুবলুকে তার মায়ের কাছে কেন পাঠানো হয় না? কেন মায়ের সাথে গুবলুকে দেখা করতে দেওয়া হয় না? এমন ভাবনা থেকেই অনুজ বুদ্ধিকে সন্দেহ করে. ওদিকে পাচারকারীরা কিন্তু নতুন এসপিকে বিপদে ফেলতে চায়. এমনিতেই অনুচের প্রতিও তারা খুব চটে আছে

এবার এসে জুটেছে গুড্ডি. গুড্ডি সম্পর্কে তাঁরা আগে থেকে অনেক কিছুই জেনেছে. এবার তাঁরা কোনঠাসা হয়ে যাওয়ায় আশঙ্কা করছে. তাই তো তাঁরা বড় একটা কিছু করতে চায়. অর্ণব চ্যাটার্জীর ছেলেকে যেভাবেই হোক. কিডন্যাপ করতে হবে. আর সেই দোষটা চাপাতে হবে গুড্ডির গাঁদে

দুজনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে. জনগণকে খেপিয়ে দিতে হবে. জনগণ করবে আন্দোলন. আর আমরা সেই সুযোগে আমাদের কাজ করবো. যতদিন তাঁরা দুজনে বদলি না হবে ততদিন অনুজের ছেলেকে আমরা ছাড়বো না

তাহলে কি এবার গুটিকে ফাঁসিয়ে নিজেদের কাঁধ হাসিল করতেই গুন্ডারা গুবলুকে কিডন্যাপ করে অনুজকে ফোন করে জানিয়ে দিবে গুড্ডি ম্যাডামের পরামর্শে তারা এটা করেছে আসলে গুটি ম্যাম আমাদের চক্রকে এই সুবিধা দিতেই এখানে বদলি হয়ে এসেছে

অনুজ কুন্ডিকে ভুল বুঝিয়ে ছেলেকে না পেয়ে গুটিকে থাপ্পড় মারবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ

Leave a comment