নবাব নন্দিনী সিরিয়াল দেখতে চাইলে প্রতিদিন আপনার ফোনের ব্রাউজার দিয়ে – vagiplan নবাব নন্দিনী সিরিয়াল আজকের পর্ব – লিখে গুগলে সার্চ দিবেন আর সাইটে ভিজিট করবেন প্রতিদিনের এপিসোড গুলো দেখতে পাইবেন।
নবাব নন্দিনী সিরিয়াল আজকের পর্ব দেখতে নিচে ক্লিক করুন
ভিডিও দেখতে অসুবিধা হলে পেজটি নিচে টেনে রিফ্রেস করুন
Watch Latest episode | Click here |
ফেসবুকে যুক্ত হোন | Join here |
আমাদের সাইট | vagiplan |
সিরিয়াল সম্পর্কে বিস্তারিত | নবাব নন্দিনী |

নবাব নন্দিনী সিরিয়াল আজকের পর্ব (নতুন/লেটেস্ট) পর্ব দেখতে এখানে ক্লিক করুন
https://vagiplan.com/category/nabab-nandini/
নন্দিনী কমলিকার দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে সে কুমারের বাবুকে কমলিকার খাটে শুইয়ে দেয় বাবা এখানে বাবার শরীর খারাপ নাকি এখানে নিয়ে এসে কি হবে নন্দিনী এখন বাড়ির কারণ পাত্তা পাচ্ছে না বলে ছোটখাট ব্যাপার নিয়ে এসব কিছু করছে না ভাই কিছু হয়নি ওর যদি বাবা কে নিয়ে বেশি চিন্তা হতো ও বাবাকে নিয়ে নিজের ঘরে যেত কাজ করুন মা-বাবাকে আস্তে আস্তে ঘরে নিয়ে গিয়ে দিন নন্দিনী চিৎকার করে বলে আপনি ভুল করছেন কমিউনিকেশন ঠাকুর আপনি নিজের সাথে আমাকে গলাবেন না গুরুত্ব পাওয়া পাত্তা পাওয়া এগুলোর মোহ আপনার আছে আমার নেই আমি সেটাই করছি বাবার এই অবস্থায় যেটা করা উচিত ছিল আর অন্য কোন ঘরে এসি নেই এই ঘরে এসে আছে তাই বাবাকে এখানে নিয়ে এসেছি আর বাবা এখানেই থাকবে দেবাঞ্জন তৃণাঞ্জন ছুটে আসে কুমারেশ বহু কষ্টে বুক আঁকড়ে ধরে.
অনুরাধা দেবী কান্নাকাটি করে বলে কি হয়েছে তোমার এদিকে গীতা পাড়ার লোকেদের এড়ানোর জন্য বলে তোমরা ভুল ভাবছ আমরাতো খুনসুটি করছিলাম এই দেখো এক্ষুনি আমার বৌমাকে শশুর করে বাড়ি চলে আসবে রুপসার কাছে এসে নাটক করে বলে এরা তো বুঝতেই পারছেনা আমরা খেলা খেলছি আর এই খেলায় জিৎ আমার তাই না মা গীতা পাড়ার লোকেদের বলে ভালোই হয়েছে তোমরা এসেছ আজ তোদের বৌভাত ভাত-কাপড়ের অনুষ্ঠান হবে তোমরা সবাই থেকো কিন্তু r50 গোপাল কাকা রূপসার জন্য নন্দিনীর পাঠানো বৌভাতের তত্ত্ব নিয়ে আসে সুপ্রিয়া দেবী তাদের ভেতরে নিয়ে যায় ভেতরে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে কৌশিক তাকে ধরে নেয় নি তাকে দেখে বলে এই লোকটা নন্দিনীর বাবার ম্যানেজার ছিল না এদের দিয়ে তত্ত্ব পাঠিয়েছে মানে এসব নন্দিনী করেছেন আমিও দেখাবো মজা এবার এত সহজে হারবেনা গীতা গীতা.
বাড়িতে কুমারেশ বাবুর বাড়াবাড়ি হয়ে গিয়ে তিনি নিস্তব্ধ হয়ে গেলে নন্দিনী রান্নাঘর থেকে তেল এর মধ্যে শুকনো লঙ্কা পুড়িয়ে এনে কুমারেশ বাবুর নাকের কাছে দেয় গন্ধেই হয় নবাব ডক্টর নিয়ে এসে নন্দিনীকে বলে এটা কি করছেন আপনি এটা স্মরণ ডাক্তার কুমারেশ বাবু চেকআপ করে বলে ঠিকই ধরেছেন আপনারা উনার একটা মায়ের অ্যাটাক হয়েছিল এরকম ক্রিটিক্যাল পেশেন্টের উপর ঘরোয়া পদ্ধতি এপ্লাই করা ঠিক নয় এরকম করবেন না কিন্তু উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাদের বাবাকে সুস্থ করার যে চেষ্টা বা তাগিদ করেছে সেটাতে উনি কিছুটা স্বস্তি পেয়েছেন তাই ভর্তি টাকা আর দেবাঞ্জন বলে নন্দিনী নিয়ে এসেছিল হঠাৎ করে নন্দিনী বলে আসলে আমি শুনেছিলাম হার্ট অ্যাটাক হলে কাশি কাশতে কাশতে হার্টের ব্লক গুলো খুলে গেছে অনুরাধা দেবী কাঁদতে কাঁদতে বলে আমরা এতক্ষন ভাবছিলাম এতে বোধহয় আরও খারাপ হচ্ছিল ডক্টর বলে না না ওর জন্যই উনি আজ বেঁচে গেলেন কৌশিকের বাড়িতে গিয়ে তারা পাড়ার লোকেদের সামনে.
সিকেল হাতে ভাত কাপড়ের তলা দিয়ে বলে নেই এটাকে দিয়ে দে কৌশিক রূপসার সব ইচ্ছে পূরণের দায়িত্ব নিয়ে রুপসা কে ভাত-কাপড়ের থানা দেয় এরপর গীতা তত্তের শাড়ি দেখতে আসে গীতবিতান বাড়িতে ডক্টর বলে এর পরে যদি আবার অ্যাটাক হয় তাহলে কিন্তু মুশকিল হবে আমার মনে হয় তোমাদের বাবার হার্টের ব্লক আছে এরকম পেশেন্টকে বাড়িতে না রাখাই ভালো হসপিটালে রাখাই ভালো ডক্টর চলে গেলে গীতা তেড়ে এসে বলে এত বড় সাহস হয় কী করে আপনাদের কি ভেবে ও বাড়িতে তথ্য পাঠিয়েছেন